নওগাঁ পতœীতলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় সাধারণ ডায়েরী - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ পতœীতলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় সাধারণ ডায়েরী


মফস্বল ডেস্ক:নওগাঁ জেলার “পতœীতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসম্পদ এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ” শিরোনামে একাধিক
অনলাইনে সংবাদ প্রকাশ করায় মোবাইল ফোনে হুমকি দিয়েছেন।এ ব্যাপারে ১১ সেপ্টেম্বর ( শনিবার) সাংবাদিক মাহমুদুন্নবীবাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে পতœীতলা থানায় একটিসাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডি নং ৫০৮।জানাযায়, গত ১০ সেপ্টেম্বর(শুক্রবার)সাংবাদিক মাহমুদুন্নবীনিজের ফেইসবুক আইডি থেকে একাধিক অনলাইনে“পতœীতলা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সম্পদ এর বিরুদ্ধেবিভিন্ন অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করাহয়। প্রকাশিত সংবাদ এর জের ধরে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগেরসাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ এই মোবাইল ফোনে(০১৭১৭১২৯৮৭৬) নম্বরে ও জধশরন কযধহ নামক ফেইসবুক আইডিথেকে ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি দেয়।এবিষয়ে সাংবাদিক মাহমুদুন্নবী জানান, সংবাদ প্রকাশের পরপতœীতলা উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক তাসরিফহোসেন সম্পদ ও তার কর্মী মোঃ রাকিব হোসেন (রাকিব খান)বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বর্তমানেআমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

পতœীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, পতœীতলাউপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ ওতার কর্মী মোঃ রাকিব হোসেন সাংবাদিক মাহমুদুন্নবীকহত্যার হুমকি প্রদান করেছে মর্মে একটি অভিযোগ পেয়েছি(সাধারণ ডায়েরী)। বিষয়টি তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধেআইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

Top