বাকেরগঞ্জে এতিম শিশু ঠিকানা হাসাননগর ফাতেমাতুজ্জহরা এতিমখানা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে এতিম শিশু ঠিকানা হাসাননগর ফাতেমাতুজ্জহরা এতিমখানা


আলোকিত বার্তা:বাকেরগঞ্জে এতিম শিশুর ঠিকানা হাসাননগর ফাতেমাতুজ্জহরা এতিমখানা ।বেসরকারি এতিমখানার নামে মাদ্রাসাগুলো সমাজসেবা অধিদপ্তরের সরকারি বরাদ্দের টাকা সঠিক খাতে ব্যয় করছে এতিমখানা গুলো।উপজেলার সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, তাদের তালিকা অনুযায়ী উপজেলায় ২০টি বেসরকারি এতিমখানা রয়েছে।অধিকাংশই মাদ্রাসাভিত্তিক লিল্লাহ বোর্ডিং এতিমখানা। এতিমদের সংখ্যা ৩১২ জন।

প্রতি মাসে তাদের ২ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।আর এতিমখানাগুলোর অধিকাংশ মাদ্রাসাভিত্তিক। অপরদিকে দেখা যায় বাকেরগঞ্জ হাসাননগর ফাতেমাতুজ্জহরা এতিমখানা ।এতিম দের টিনের ঘরটির মধ্যেই রেখে মাদ্রাসায় পড়ালেখা করান। জানালা-দরজা বন্দো রাখার কারন এখানে শিশুরা থাকে তাই। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবু-ছালে।

তিনি জানান আমি এতিমখানায় এতিম শিশুদের শুধু খাওই।পাশের মাদ্রাসায় তারা পড়ে।১৪ জন এতিম ছাত্রের বরাদ্দ পাই ।২০২০-২০২১ অর্থবছরে সরকারি বরাদ্দ নিয়েছি ৩ লাখ ৩৬ হাজার টাকা। উপজেলার সমাজসেবা অধিদপ্তর জানায়, আমরা বিল দেওয়ার আগে- পরে এতিমখানা গুলো তদারকি করে থাকি।

Top