কুবিতে Liberal Minds কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে Liberal Minds কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত


সুলাইমান, কুবি প্রতিনিধি:আই এ্যাম জেনারেশন ইকুয়ালিটি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিভারেল মাইন্ডস কতৃক আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আজ (৮ মার্চ) কলা ও সমাজিক বিজ্ঞান ভবনের ৫০১ নং রুমে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।দিবসের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. আবু তাহের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের রচিত নারী দিবসের দেয়ালিকা উন্মোচন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ।

ফাহিম বিনতে ফারিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব)প্রফেসর ড. আবু তাহের আরও ছিলেন আইন অনুষদের ডিন ও শিক্ষিক সমিতির সভাপতি ড.রশিদুল ইসলাম শেখ,ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. বনানী বিশ্বাসসহ বিভাগের শিক্ষক মন্ডলী । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. তাসনিমা আক্তার।শিক্ষক সমিতির সভাপতি ড. রশিদুল ইসলাম শেখ বলেন, “নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তবেই নারী প্রতি আমাদের মুল্যায়ন করা হবে।”ড. বনানী বিশ্বাস তার বক্তব্যে বলেন,”সমান বাস্তবতার প্রেক্ষিতে যার যেটা প্রয়োজন তাকে সে সুযোগ দিতে হবে,তাহলেই নারীরা পাবে সমঅধিকার।”আলোচনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বলেন, “কোনো শিশু যখন অসুস্থ হয়,বাবা ঘুমিয়ে পড়লেও মা কিন্তু জেগে থাকে, ছেলে মেয়ের জ্বালাতন বাবারা সহ্য করতে না পারলেও মায়েদের সেই ক্ষমতাটা রয়েছে,এটা বিশেষ একটি ক্ষমতা,কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করতে জানি না সবশেষ, বিভাগেরসহকারী অধ্যাপক শারমিন সোলতানা নারী দিবসের সূচনা এবং তাৎপর্যসহ নানা দিক উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।এছাড়াও বক্তারা নারীদের সমাজে যে বৈষম্যের শিকার হতে হয় সে বিষয়ে আলোকপাত করেন।আলোচনা পর্ব শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

Top