বেনাপোল সীমান্তে ভারত থেকে আসা ২০১.৫ কেজি ভায়াগ্রা জব্দ - Alokitobarta
আজ : শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনৈতিক লেনদেন বিষয়ে সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছেন প্রধান বিচারপতি সরকারের পাঁচজন সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার সরকারি সেবায় ঘুস দেন ৩২ ভাগ নাগরিক পাচারের টাকায় যুক্তরাজ্যে সম্পদের পাহাড় , হাসিনা পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত নির্বাচনে পোস্টার থাকবে না দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর,শেখ হাসিনা ও সহযোগী খায়রুল হক বাংলাদেশিদের টাকার পাহাড় জমেছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে প্রথম দিনের বৈঠক বর্জন ছিল জামায়াতের ‘প্রতীকী প্রতিবাদ’ নতুন সাত দাবিতে মাঠে কর্মচারী সংগঠন এনসিসি গঠনে মতবিরোধ

বেনাপোল সীমান্তে ভারত থেকে আসা ২০১.৫ কেজি ভায়াগ্রা জব্দ


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) আটক করেছে বিজিবি।চোরাচালন ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপির বিশেষ টহলদল কর্তৃক গত ১৬ মে শুক্রবার রাতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে পাঁকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন এসএ পরিবহনে প্রেরণের নিমিত্তে ভ্যান যোগে চোরাকারবারীরা কিছু মালামাল নিয়ে আসে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ০৪ বস্তা মালামাল ফেলে পালিয়ে যায়। উক্ত স্থান হতে বিজিবির টহলদল ২০১.৫ কেজি ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬০,৪৫,০০০/-(ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার)টাকা।এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Top