সংঘাত এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইএইচটি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

সংঘাত এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইএইচটি


ইমন হাওলাদার:অনিবার্য কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)।মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু।বিজ্ঞপ্তিতে ২৭ নভেম্বর থেকে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস বন্ধের ঘোষণাও দেওয়া হয়েছে। ২৭ নভেম্বর বেলা ১২টার মধ্যে আবাসিক সব শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।এদিকে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিষ্ঠানের দাপ্তরিক সকল ধরনের কাজ চলবে বলে জানিয়েছেন অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু।তিনি বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে আইএইচটির পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম কিছুদিন আগ থেকেই বন্ধ রয়েছে। এর মধ্যে ৩য় ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যকার দ্বন্দ্বে প্রতিষ্ঠানে থমথমে পরিবেশ বিরাজ করছে। সোমবার এক আদেশে জুনিয়র শিক্ষার্থীদের দুই দফায় মারধরের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এ ছাড়াও ছাত্রাবাস থেকে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সতর্ক করা হয়েছে আরও এক শিক্ষার্থীকে। এই আদেশ দেওয়ার পরে রাতে ছাত্রাবাসে উত্তেজনা তৈরি হয়।

ডা. মানষ কৃষ্ণ কুন্ডু বলেন, তারা শুনেছেন, ছাত্রাবাসে সোমবার রাতে ছাত্রদের উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। সবদিক বিবেচনা করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এ বিষয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) রেডিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সোহেল জানান, আইএইচটিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে অর্ধেকের বেশিই ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন। এমনিতেই আন্দোলনে পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত তারা। এর মধ্যে হঠাৎ এমন সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছে আবাসিক শিক্ষার্থীরা।

Top