আদালতে সা‌বেক এসি-ও‌সিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

আদালতে সা‌বেক এসি-ও‌সিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা


মোহাম্মাদ সাকিব খাঁন:ছয় বছর আগে আটক, মামলা দিয়ে হয়রানিসহ নির্যাতনের অভিযোগে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি),কোতোয়ালি মডেল থানার ওসিসহ ১২ পুলিশ সদস্যর বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে।সোমবার (২৫ নভেম্বর) বরিশাল মহানগর হাকিম আদালতে নালিশি মামলাটি করা হয় বলে বেঞ্চ সহকারী মো. মিজানুর রহমান জানিয়েছেন।মহানগর হাকিম নুরুল আমিন মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।মামলার বাদি মাওলানা কামাল হোসেন খান নলছিটি পৌরসভার বাসিন্দা। তিনি নিজেকে ২০০২ সালে পৌর জামায়াতের আমির হিসেবে দাবি করেছেন। বিবাদিরা হলেন- মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল, সাবেক ওসি সাখাওয়াত হোসেন, এসআই মো. মহিউদ্দিন, মো. ফিরোজ, মো. শামিম, দ্বিপায়ন, এএসআই নজরুল ইসলাম, মেহেদি হাসান, কনস্টেবল মো. ইউনুস, হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম ও নয়ন চন্দ্র সরকার।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৮ সালের ২৭ নভেম্বর জামায়াত নেতাকে আটক করে পুলিশ মামলা করে। আটকের পর থানায় নিয়ে তাকে নির্যাতন করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠিয়েছেন। চার মাস ২২ দিন তিনি কারান্তরীন ছিলেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে ঘটনার ৬ বছর পর ন্যায় বিচার পেতে মামলা করেছেন।

Top