ইসলামের শিক্ষা গুরুজন মান্যতার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

ইসলামের শিক্ষা গুরুজন মান্যতার


আলোকিত বার্তা:বড়র প্রতি মান্যতার বিভিন্ন দিক ও ক্ষেত্র আছে। রাসূলে কারিম (সা.) এর হাদিস শরিফে ওই সব বিষয়ে দিক-নির্দেশনা আছে। শুধু একটি দিক সম্পর্কে কিছু কথা বলি। হাদিস শরিফে অতি গুরুত্বের সাথে বৃদ্ধ মুসলিমের মর্যাদা রক্ষার কথা বলা হয়েছে। যিনি বৃদ্ধ, প্রবীণ, তাকে সম্মান করা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা।এখানে সূরা মারইয়ামের শুরুর দিকের কিছু আয়াতের কথা উল্লেখ করা যায়। যাতে আল্লাহর নবী হজরত জাকারিয়া (আ.)-এর একটি দোয়া বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেনÑ ‘এ হচ্ছে আপনার রবের দয়ার বৃত্তান্ত নিজ বান্দা জাকারিয়ার প্রতি। যখন তিনি তার রবকে ডাকলেন চুপে চুপে। তিনি বললেন, পরওয়ারদিগার! আমার অস্থিসমূহ দুর্বল হয়ে পড়েছে, আমার মাথায় বার্ধক্য ছড়িয়ে পড়েছে এবং আমি তো কখনোই আপনার নিকট প্রার্থনা করে হে পরওয়ারদেগার! ব্যর্থ হইনি।’ (সূরা মারইয়াম : ২-৪)কুরআন মাজিদে আল্লাহপাক পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করতে বলেছেন এবং পিতা-মাতার সাথে বিনীত আচরণের আদেশ দিয়েছেন। অথচ পিতা-মাতা হলেন বৃদ্ধ, সন্তান হলো যুবক। পিতা-মাতার শক্তি নেই, সন্তানের শক্তি আছে। বিনয়ী তো হয় দুর্বল শক্তিমানের সামনে! এখানে সন্তান শক্তিশালী, পিতা-মাতা দুর্বল। তারপরও দুর্বল পিতা-মাতার সামনে যুবক সন্তান কেন বিনয়ী হবে? আল্লাহপাক বলেনÑ ‘দয়ার্দ্রতার কারণে বিনয়ী হবে।’ (সূরা বনি ইসরাইল-২৪)

এক মানুষ আরেক মানুষের সামনে বিনীত হয় দুই কারণে : ভয়ের কারণে ও দয়ার কারণে। দুর্বল শক্তিমানের সামনে বিনীত হয় ভয়ের কারণে। সে ভাবে, এ তো শক্তিশালী, প্রভাবশালী। তার সামনে উদ্ধত হলে সে আমার ক্ষতি করবে। তার ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য বিনয়ী হয়। এটা হলো ভয়ের কারণে বিনয়ী হওয়া। এতে তেমন মাহাত্ম্য নেই। পক্ষান্তরে, দয়ার্দ্রতার কারণে যে বিনয়ী; শক্তি, সামর্থ্য, অর্থ-বিত্ত, কোনো কিছুতেই তার কোনো কমতি নেই, কিন্তু দয়ার্দ্রতার কারণে সে বিনয়ী হয়, এই ব্যক্তিই প্রকৃত বিনয়ী। এই বিনয় মাহাত্ম্যপূর্ণ।সুতরাং হে সন্তান! পিতা-মাতার প্রতি তুমি যে বিনয়ী হবে এটা ‘মিনার রাহমাহ’ অন্তরের দয়ার্দ্রতা থেকে বিনয়ী হবে। তোমার অন্তর পিতা-মাতার প্রতি দয়ার্দ্র থাকা উচিত। তোমার মনে এই ভাব থাকা উচিত, আহা! আমার আব্বা বৃদ্ধ হয়ে পড়েছেন। আমার আম্মা বৃদ্ধা হয়ে পড়েছেন। তারা কত সবল ছিলেন, কত শক্তিশালী ছিলেন, এখন কত দুর্বল হয়ে পড়েছেন, জরাগ্রস্ত হয়ে পড়েছেন। তো বিনয়ী হওয়ার একটি দিক, দয়ার্দ্রতার কারণে বিনয়ী হওয়া।বৃদ্ধ মুসলিম, যার চুল দাড়ি সাদা হয়ে গেছে তার সামনে একজন যুবক বিনয়ী হবে তার ক্ষতির ভয়ে নয়, দয়ার্দ্রতার কারণে। আর এ তো এক সাধারণ কথা। স্বভাবের কথা। দয়া-মায়া তো এক সাধারণ মানবীয় বৃত্তি। এই যদি না থাকে তাহলে মানবে আর পশুতে পার্থক্য কী থাকে? ইসলাম মানুষের সুকুমারবৃত্তিসমূহের উৎকর্ষ সাধন করে।

তো বৃদ্ধকে সম্মান করা মানবিকতা। শুধু তাই নয়, ইসলামের বার্ধক্য মহিমান্বিত। এক হাদিসে রাসূলে কারিম (সা.) বলেছেন, যে ব্যক্তি ইসলামের মাঝে বার্ধক্যে উপনীত হয়, তার বার্ধক্য কিয়ামতের দিন তার জন্য নূর হবে। (জামে তিরমিজি-১৬৩৪) একজন মুসলিম ঈমানের হালতে যখন বার্ধক্যে উপনীত হন তখন আল্লাহপাকের কাছে এটা অতি মর্যাদার বিষয়। এই বার্ধক্যের মর্যাদা রক্ষা করা জরুরি। আরেক হাদিসে আছে, হযরত আবু মুসা আশআরী (রা.) আল্লাহর রাসূল (সা.) থেকে বর্ণনা করেন : আল্লাহপাককে সম্মান করার একটি দাবি, বৃদ্ধ মুসলিমকে সম্মান করা। (সুনানে আবূ দাউদ : ৪৮৪৩)কোনো কোনো ধর্মে প্রাচীনত্বকে উপাস্যের মর্যাদা দেয়া হয়। যে কোনো প্রাচীন স্থান, প্রাচীন বৃক্ষ, প্রাচীন জলাশয়, ওই সব ধর্মের অনুসারীদের মনে পূজা-অর্চনার প্রেরণা জাগ্রত করে এবং পূজা-অর্চনায় লিপ্ত করে। ইসলামে এ কুসংস্কারের স্থান নেই। ইসলামে উপাসনা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা নয়। অন্যদিকে কোনো কোনো মতবাদের আরেক প্রান্তিকতা, ঔদ্ধত্য-অশ্রদ্ধা। ইসলামে এরও স্থান নেই। ইসলামের শিক্ষা গুরুজন মান্যতার, স্বাভাবিক বিনয়-নম্রতার, সম্মান-শ্রদ্ধার।
তো একজন ব্যক্তি যখন ইসলামের হালতে দীর্ঘ জীবন অতিবাহিত করেন তখন তার আমলনামা অনেক সমৃদ্ধ। তাঁর জীবনে অনেক বরকতময় মুহূর্ত অতিবাহিত হয়েছে। অনেক বরকতপূর্ণ আমলের সৌভাগ্য তার হয়েছে। আল্লাহপাকের কাছে এর অনেক মূল্য।

Top