নগরীতে প্রাণিসম্পদ খাত উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ প্রাণিসম্পদ খাত উন্নয়নে বরিশালেবাস্তবমুখী,গতিশীল ও জনবান্ধন প্রকল্প প্রস্তাব উন্নয়নে ধারনাসংগ্রহের উদ্দেশ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় নগরীর নবগ্রাম রোডস্থ জেলাকৃত্রিম প্রজনন কেন্দ্রে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনেএ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(পরিকল্পনা)মোঃ তোফাজ্জেলহোসেন।বিশেষ অতিথি ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনাশাখার পরিচালক ড.মোহাম্মদ বজলুর রহমান।সভায় সভাপতিত্ব করেনবরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ লুৎফররহমান।সভায় বক্তারা বলেন,প্রণিসম্পদ দপ্তরের সেবার খাতকে আরো
প্রসারিত এবং জনকল্যাণমুখী করার লক্ষে বিভাগ, জেলা ও উপজেলাপ্রাণিসম্পদ দপ্তরের উন্নয়নে সরকার নানামুখী পরিকল্পনা গ্রহন
করেছে।প্রাণিসম্পদ দপ্তরের জেলার অফিস, উপজেলা সদর অফিস এবংজেলার হাসপাতালগুলো সব এক ক্যাম্পাসে নিয়ে আসলে সেবার
মান আরো ভাল হবে।
মতবিনিময় সভায় প্রকল্প প্রস্তাব উপস্থাপন করেন,বরিশাল আঞ্চলিকপ্রানিরোগ অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিকঅফিসার ডাঃ মোঃ নূরুল আলম এবং জেলা প্রাণিসম্পদ অফিসারডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের জেলা ওউপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, পোল্ট্রি ও ডেয়রীখামারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী
সহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।