বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ১৮ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশের আবহাওয়ায় বিরাজ করছে মরুভূমির তাপ,বৃষ্টির বাতাস সরে গেছে চীনের দিকে আকাশে বুলেট-বারুদের ধোঁয়া,ঘুম থেকে উঠলেই সাইরেনের শব্দ তড়িঘড়ি ও জোরপূর্বক ব্যাংক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ গণমাধ্যমে প্রচারিত খবর সঠিকভাবে প্রকাশিত হচ্ছে না,জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকের উন্নতি হয়নি দলের সিদ্ধান্তের প্রতি সম্মান না দেখালে তা শৃঙ্খলাভঙ্গ হিসাবেই গণ্য করা হবে শহর, বন্দর, গ্রাম-সব জায়গায় গ্রীষ্মের রুদ্ররোদ গ্যাসের মূল্য ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে,বেড়েছে বিদ্যুতের মূল্যও প্রতিটি ধাপেই ভোটের দিন পরিস্থিতির অবনতি হতে পারে-এমন আশঙ্কা উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীর ‘স্বজন’ নিয়ে জটিলতা আওয়ামী লীগে

বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ১৮


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ভোর থেকে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে ৫জন সাজাপ্রাপ্ত আসামী সহ সর্বমোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামীরা হলো, মৃত সমছের মোড়লের ছেলে আনোয়ার হোসেন, মৃত ইমাম বক্সের ছেলে মোঃ আব্দুল্লা, মৃত আহাদ আলীর মেয়ে মোছাঃ মিলি খাতুন (২৫), মৃত বিল্লাহ হোসেনের ছেলে ইসহাক আলী(৩৯), মৃত খবির খাঁ এর ছেলে মো. মহসীন কবির, মৃত হযরত মোল্যার ছেলে মো. অজিত মোল্যা, মৃত ইবাদত মোড়লের ছেলে মো. শাহজামাল, আঃ মান্নান এর ছেলে মো. মোসলেম উদ্দিন, হযরত আলীর ছেলে ইউনুচ আলী (২৮), মৃত লুৎফর রহমানের ছেলে আঃ হান্না (৫০), সোহেলের স্ত্রী মোছাঃ অনন্যা খাতুন (২৫), আঃ সাত্তার এর ছেলে মো. দুদু মিয়া, মৃত নজরুল বিশ্বাসের ছেলে মো. মোমিনুর বিশ্বাস, মৃত হারুন-অর-রশিদ এর ছেলে শাহরিয়ার দিপু, নোয়াব আলীর ছেলে শাহীন খাঁ, মৃত আলী আকবর এর ছেলে মো. আমিনুর ইসলাম (নেদা), আব্দুল রাজ্জাক এর ছেলে মো. শিমুল হোসেন (২৩), আব্দুস সালাম এর ছেলে মো. আশিক (২৬)।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলার সর্বমোট ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Top
%d bloggers like this: