তানিনের পাশে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদীর ফুসফুস ক্যান্সারের চিকিৎসার জন্য ১ লক্ষ ৩২ হাজার ৬০৫ টাকার অর্থ সহায়তা প্রদান করেছে সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’।থিয়েটারের নিজস্ব ফান্ড, নাট্যকর্মীদের চাঁদা ও তাদের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে সংগৃহিত অনুদানের সমন্বয়ে এই অর্থ সংগ্রহ করা হয়।সোমবার (১৯ অক্টোবর) কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বেলাল হুসাইনের নিকট থিয়েটার কুবির নাট্যকর্মীরা সমপরিমাণ অংকের চেক হস্তান্তর করে। এ সময় সংগঠনটির উপদেষ্টা মোঃ আইনুল হক ও মুহাম্মদ সোহরাব উদ্দীন, কুবির সাংস্কৃতিক প্রতিনিধি ইসরাত জাহান লিপা এবং থিয়েটার কুবির সভাপতি নাজমুল হাসান ফাহাদ, সাধারণ সম্পাদক অর্ক গোস্বামীসহ অন্যান্য নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, মানবিকতার ডাক আসলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ঝাঁপিয়ে পড়ি। থিয়েটার কুবি যত দিন বেঁচে থাকবে, এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। অর্থের অভাবে কোন শিক্ষার্থী চিকিৎসা করাতে পারবেনা, তা আমরা হতে দিবো না।