করোনা আতঙ্কে এবার কুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আতঙ্কে এবার কুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন


কুবি প্রতিনিধি:সারাবিশ্বে করোনাভাইরাস এখন মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশের সবাই এ মহামারী নিয়ে আতঙ্কে আছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার দিকে আগাচ্ছে। বুয়েট ও জবির পর এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কয়েকটি বিভাগের শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।রোববার (১৫ মার্চ) রাতে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নেয়।সারাবিশ্বের সাথে সাথে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে উদ্বিগ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি করছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্বেগ-উৎকন্ঠার কথা জানিয়ে পুরো বিশ্ববদ্যালয় বন্ধের দাবি করছেন।

বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন এই ১১ তম আবর্তনের শিক্ষার্থী হাবিবুর রহমান। তিনি বলেন, আমরা সকল ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের মাঝে আলোচনা করে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।এছাড়াও আইন বিভাগ ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন করা হয়েছে। পাপাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের প্রস্তুতিও নিচ্ছে।

এদিকে রবিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৩ শিক্ষার্থী একসাথে জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। এদের মধ্যে ৩ শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, “শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করলে আমরা জোর করে ক্লাসে ফিরাবো না। কারণ কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে এ দায় আমরা নিবো না। আর আমি মনে করি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া উচিত, যেহেতু এটি বিশ্বব্যাপী মহামারী রোগ।

Top