নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কুবি শিক্ষার্থীদের আন্দোলন - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কুবি শিক্ষার্থীদের আন্দোলন


সুলাইমান, কুবি প্রতিনিধি:নিরাপদ কুবি ক্যাম্পাসের দাবিতে আজ রোববার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সকাল ১০:৩০ এ ‘নিরাপদ কুবি চাই’ স্লোগানে মানববন্ধন এবং র‍্যালি করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।মানববন্ধন ও অবস্থান শেষে শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে প্রতিটা শিক্ষার্থীর স্বাধীনভাবে চলার অধিকার আছে এবং এটাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। কিন্তু আশ্চর্যভাবে আমাদের ক্যাম্পাসে মেয়েরা এখনো নিরাপত্তার সাথে স্বাধীনভাবে ক্যাম্পাসে চলতে পারছে না।শিক্ষার্থীরা আরো বলেন, এভাবেই চলতে থাকলে আগামীতে আরো ভয়াবহ কিছু দূর্ঘটনা অপেক্ষা করছে আমাদের কুবিয়ানদের জন্য।

মানববন্ধনে শিক্ষার্থীরা ক্যাম্পাসের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা, পুরো ক্যাম্পাসটা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা,ক্যাম্পাসের সামনের রাস্তায় গতিরোধক বসানের দাবি জানান।শিক্ষার্থীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের সাথে বৈঠকে বসেন অর্থনীতি বিভাগের শিক্ষকমণ্ডলী।বৈঠক শেষেতারা জানান, উপাচার্য মহোদয় দাবিগুলো মেনে নিয়ে তার সিদ্ধান্ত জানান,
১. বিজ্ঞান অনুষদের পিছন দিক, কেন্দ্রীয় মসজিদের পাশে ও শহীদ মিনার আশেপাশে ২৪ ঘন্টা নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করবেন।
২. সীমানা প্রাচীর ও সিসি ক্যামেরার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করবেন।
৩. ছাত্রী হয়রানির দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রক্টর কে আদেশ দিয়েছেন

উল্লেখ্য,গত বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের ভিতরে বহিরাগতদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন অর্থনীতি বিভাগের একজন শিক্ষার্থী। সেই সূত্র ধরেই আজকের এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

Top