খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য ডু অর ডাই সিচুয়েশনে যাওয়ার তাগিদ
আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য ডু অর ডাই সিচুয়েশনে যাওয়ার তাগিদ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন,খালেদা জিয়াকে জেলে বন্দি রেখে আনন্দ-উল্লাস মানায় না। গণতন্ত্র,স্বাধীনতার চেতনা আজ ভুলুণ্ঠিত।খালেদাকে মুক্ত করতে ডু অর ডাই সিচুয়েশনে যেতে হবে।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।গয়েশ্বর বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কারাগারে।আসুন আমরা‘ডু অর ডাই’রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করি।