অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার করা হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার করা হবে


আলোকিত বার্তা:অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।রবিবার(১৫ডিসেম্বর)সচিবালয়ে নিজ দফতরে নেপালের উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদব,যুগ্ম সচিব গৌতম ফণিন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন,প্রকাশিত রাজাকারদের তালিকা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাচাই-বাছাই করে দেখবে। অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার হবে।

এর আগে বেলা ১১ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।একাত্তরে খুন,ধর্ষণ,নির্যাতন,লুণ্ঠনে যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন,সেসব রাজাকার-আলবদর ও আল শামসের তালিকার এটি প্রথম পর্ব।

Top