ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় বান কি মুন ঢাকায় আসবেন। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় বান কি মুন ঢাকায় আসবেন।


আলোকিত বার্তা:জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ঢাকায় আসছেন।বৃহস্পতিবার(২১নভেম্বর)পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।জানা গেছে,ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় বান কি মুন ঢাকায় আসবেন।শনিবার তিনি আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।

প্রসঙ্গত,বান কি মু এর আগে চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। এছাড়া ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।

Top