বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি পদে রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক পদে ফজলে হোসেন বাদশা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি পদে রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক পদে ফজলে হোসেন বাদশা


আলোকিত বার্তা:বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি পদে রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক পদে ফজলে হোসেন বাদশা আবারও ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে দলটির দশম কংগ্রেস শেষে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ কথা জানান।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যরা।
নবম কংগ্রেসে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি ৭৫ সদস্যবিশিষ্ট ছিল।কিন্তু এবার আরও ছয়জনকে নতুন যুক্ত করে ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

Top