রাষ্ট্রীয়ভাবে ৪ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয়ভাবে ৪ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি।


আলোকিত বার্তা:রাষ্ট্রীয়ভাবে ৪ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি। সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে সংবিধান সংক্রান্ত পাঁচটি দাবি তুলে ধরা হয়।

১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির সদস্য সচিব বদিউর রহমান।সংবাদ সম্মেলনে তাদের দাবিগুলো তুলে ধরে বলা হয়,৪ নভেম্বরকে রাষ্ট্রীয় দিবস ঘোষণা করে দিবসটিকে যথাযথ মর্যাদায় দেশব্যাপী পালন করতে হবে। এছাড়া বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রীয় চার নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সংবিধানের ৩৮ অনুচ্ছেদের পরিপন্থী ধর্মভিত্তিক সংগঠন ও রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা এবং আদিবাসী জনগোষ্ঠীর স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

Top