লড়াই পুর চরে বসত ঘরে আগুন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লড়াই পুর চরে বসত ঘরে আগুন


আলোকিত বার্তা:লড়াই পুর চরে বসত ঘরে আগুন।মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে লড়াইপুর চরে নিজাম সিকদারের বসত ঘরে আগুন দিয়েছে দূর্বিত্তরা।জানাগেছে গতকাল মঙ্গল বার রাত ৮টার সময় বসত ঘরে আগুন লাগে।নিজাম সিকদারের পরিবার থেকে জানা গেছে মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রী পুরের বাসিন্দা সওকত হোসেন রুবেল কাজী সহ ৮,৯ জনের একটি চক্র বসত ঘরে আগুন লাগায়।সরজমিনে গিয়ে দেখাযায় একটি টিনছেট ঘর পুড়ে ছাই হয়ে গেছে।প্রায় লক্ষাদিক টাকার মালা-মাল সহ আসবাব পত্র ক্ষয়খতি হয়।চর দখল নিয়ে প্রতিদন্দিতার কারনেএমন ঘটনার সৃষ্টি হয়।

এছাড়া উক্ত এলাকায় গুচ্ছু গ্রামে প্রতি নিয়তই চলছে ভূমি দস্য রুবেল বাহিনীর তান্দবের কারনে জিম্মিদসায় ভূগছে অর্ধাশতাধীক পরিবার। কারোও গরু কারোও নৌকা এবং মাছ ধরার সাবাড় ছিনিছে নিচ্ছে রুবেল বাহিনী,এতে করেসহায় সম্বল হারিয়ে এক প্রকার মানবতার জীবন জাপন করছে ঐ এলাকার বাসিন্দরা। এঘটনায় আদলতে মামলার প্রস্ততী নিচ্ছে ভূক্তভূগি পরিবার।

Top