দেশে আইনের শাসন নেই, আছে দলীয় শাসন দেশের সবচাইতে বড় সংকট হলো এ দেশে এখন কোনো আইনের শাসন নেই।
আলোকিত বার্তা:দেশে আইনজীবী আছে,আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।মঙ্গলবার বিকেলে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।মির্জ আব্বাস বলেন,একটা কথা হলো, দেশে আইনজীবী আছে, আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। দেশে কোর্ট আছে, কোর্টে কোনো বিচার নেই। আমরা সকাল দুপুর সন্ধ্যা শুধু কোর্টে যাই। আজও আমি কোর্ট থেকে আসছি সরাসরি।
মওদুদ বলেন,দেশে আইনের শাসন নেই, আছে দলীয় শাসন দেশের সবচাইতে বড় সংকট হলো এ দেশে এখন কোনো আইনের শাসন নেই। আইন আছে, কিন্তু আইনের শাসন নেই, দলীয় শাসন আছে।’তিনি বলেন, ‘আমরা সুবিচার নিশ্চিত করার জন্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, যে গণতান্ত্রিক আন্দোলন চলছে, তা চলবে। বেগম খালেদা জিয়ার মুক্তির সঙ্গে আমাদের দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ওতপ্রোতভাবে জড়িত। তার মুক্তির আন্দোলনের সাথে আইনের শাসন এবং গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন একই।মওদুদ বলেন,আমরা এমন একটা সমাজ দেখতে চাই, যেখানে একটা সুষ্ঠু রাজনীতি থাকবে। রাজনীতির চর্চা থাকবে। যেখানে একজন মানুষকে সহনশীলতার পরিচয় দিয়ে সম্মান দেখাবে।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে মওদুদ বলেন, আমরা আশা করি খন্দকার মাহাবুব হোসেনের নেতৃত্বে সারাদেশে আইনজীবী ফোরাম এমনভাবে সুসংগঠিত হবে যেন তারা আগামীতে মাঠে-ময়দানে আন্দোলনের প্রথম সারিতে থাকবে।
বর্তমান সরকারকে অবশ্যই পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে হবে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।মাহবুব হোসেন বলেন, ‘আমরা আইনজীবী, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, বর্তমান অবৈধ সরকারকে অবশ্যই পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে হবে। আইনজীবী সমাজ রাস্তায় নেমেছে। যে পর্যন্ত না এ অবৈধ সরকারের পতন না ঘটবে, ইনশাআল্লাহ আইনজীবীরা মাঠে থাকবে।
তিনি বলেন, ‘হত্যা, খুন, ধর্ষণ করে বাংলাদেশের দুর্নীতির আখড়া তৈরি করা হয়েছে। আজকে কাদের আশ্রয়ে প্রশ্রয়ে ক্যাসিনো হলো? আর গুটিকয়েক জুয়াড়িকে গ্রেফতার করে তারা যদি মনে করেন সব বড় বড় দুর্নীতিবাজকে বাদ দেবে, তা হবে না। আমরা একটা একটা করে দুর্নীতিবাজের বিচার করবো।মাহবুব বলেন, ‘আবারও বলছি, আর সময় নেই, জনগণ জেগেছে। আইনজীবীরা জেগেছে, ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং যত রাজনৈতিক নেতা জেলে আছেন তাদেরও মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন,আজকে আমরা শপথ নিয়েছি, যে পর্যন্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হবে, যে পর্যন্ত এ সরকারের পতন না হবে, যে পর্যন্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত না হবে, ইনশাআল্লাহ রাজনীতিবীদদের সঙ্গে বিএনপির নেতৃত্বের সঙ্গে আইনজীবীরা বলিষ্ঠভাবে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ,বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, নিতাই রায় চৌধুরী, মীর নাসির, খোরশেদ আলম মিয়া, বোরহান উদ্দিন, রুহুল কুদ্দুস কাজল, মীর হেলাল উদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কায়সার কামালা, আবেদ রাজা, আমিনুল ইসলাম, মেজবাহ উদ্দিন, মহসিন উদ্দিন, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।