চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন ৭ নভেম্বর শুরু হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন ৭ নভেম্বর শুরু হবে।


আলোকিত বার্তা:চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন ৭ নভেম্বর শুরু হবে।ওইদিন বিকাল সোয়া ৪টায় বসবে অধিবেশন।বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি। সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযাগ-১) মো. নূরুল হুদা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ অধিবেশন কতদিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তবে সংবিধান রক্ষার এ অধিবেশনের কার্যদিবস দীর্ঘ হবে না বলে জানা গেছে।এর আগে মাত্র চার কার্যদিবস চলার পর ১২ সেপ্টেম্বর চতুর্থ অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Top