লোকমানের একটি ছবি ভাইরাল হয়েছে।
আলোকিত বার্তা:সম্প্রতি ক্যাসিনোবিরোধী অভিযানে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া।বর্তমানে তিনি মাদক মামলায় রিমান্ডে রয়েছেন।এদিকে গ্রেফতারের পর থেকে তার নানা কর্মকাণ্ডের রহস্য বের হয়ে আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকমানের একটি ছবি ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে,একটি সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাথার ওপর ছাতা ধরে আছেন লোকমান।ওই ছবিতে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকেও দেখা যাচ্ছে।এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়।প্রশ্ন ওঠে- বিএনপির একজন কেন্দ্রীয় নেতা কী করে আওয়ামী লীগের সময়ে এত সুযোগ-সুবিধা গ্রহণ করেন।এরই মধ্যে অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে তিনি ৪১ কোটি টাকা রেখেছেন বলে জানা গেছে।মোহামেডান থেকে আয় করা টাকার ভাগ দিতেন ঢাকার যুবলীগ নেতা সম্রাট ও সাঈদকে।
জানা গেছে,লোকমান এক সময় বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে ছিলেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তাও ছিলেন বেশ কিছুদিন।আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ২০০৮ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তিনি।
২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সংসদে বিরোধীদলীয় নেতার রুমে টাঙানো বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা এবং প্রকাশ্যে সেই ছবিটি ভাঙচুরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বিসিবির পরিচালক হন লোকমান।