এ বিষয়টি পুরোই গুজব।আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এ বিষয়টি পুরোই গুজব।আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না।


আলোকিত বার্তা:নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি স্রেফ গুজব জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,এ বিষয়টি পুরোই গুজব।আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না।অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।রবিবার(২৯ সেপ্টেম্বর)দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের সম্পদের তথ্য বের করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছে,তার শ্বেতপত্র প্রকাশ করা হবে।ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ঈসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন,সেটি যথাযথ। এ বিষয়ে তিনিই বলার অধিকার রাখেন।

Top