প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা
আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।শনিবার(২৮ সেপ্টেম্বর)সকাল ১০টায় এ মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক জিলানী।
মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট শহীদদের রূহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বিভিন্নমুখী ষড়যন্ত্র থেকে প্রধানমন্ত্রীকে হেফাজত কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অন্যদের মধ্যে মোনাজাতে অংশ নেন- ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. এ বি এম জাহাঙ্গীর আলম, ডা. এ কে এম বদরুল আহসান, উপ-পরিচালক ফজলুল হক, মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, জুবাইর আহম্মদ আযহারী ও আবদুল হাই মোল্লাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ধর্মপ্রাণ মুসল্লি।