বিদ্রোহীরা শোকজের চিঠি পাবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্রোহীরা শোকজের চিঠি পাবে


আলোকিত বার্তা:উপজেলা নির্বাচনে দলীয় সিন্ধান্ত অমান্য করে যে সমস্ত নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছিল এবং যে সমস্ত নেতারা তাদের সমথর্ন দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আওয়ামী লীগ। পূর্বের সিন্ধান্ত অনুযায়ী আগামীকাল রবিবার(৮ সেপ্টেম্বর)হতে তাদেরকে শোকজের নোটিশ দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক,পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার(৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন,উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের ১৫০ জনকে শোকজের চিঠি দেয়া হবে। এর মধ্যে প্রায় অর্ধেক রয়েছে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি-মন্ত্রী যারা মদদদাতা তারাও শোকজের চিঠি পাবেন। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি।তিনি বলেন, মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারে। যাদের বিরুদ্ধে বিদ্রোহ করা ও মদদ দেয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ নোটিশ পাবে।

মন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতা একেবারে থেকে গেছে এমন দাবি আওয়ামী লীগ করে না। দেশে বিভিন্ন জায়গা ছোট ছোট জঙ্গি হামলা হচ্ছে। দেশে বড় ধরণের জঙ্গি হামলার আশঙ্কা থাকতে পারে। তবে সরকার যে কোনো পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রস্তুত আছে।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএম মোজাম্মেল হক, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Top