তিন আসনে লড়বেন খালেদা জিয়া, একটিতে তারেক রহমান - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, একটিতে তারেক রহমান


মোহাম্মাদ মুরাদ হোসেন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে তিনটি আসনে লড়বেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রার্থী হচ্ছেন তিনি। একটি আসনে (বগুড়া-৬) নির্বাচন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারই তিনি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন।সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের জন্য ছাড়া হবে।প্রায় দুই দশক ধরে দল ও নির্বাচন পরিচালনায় ওতপ্রোতভাবে জড়িত থাকলেও কখনো সরাসরি ভোটের মাঠে প্রার্থী হিসাবে নামেননি তারেক রহমান। তবে এবার মায়ের পুরোনো আসনে প্রার্থী হচ্ছেন তিনি।

খালেদা জিয়ার পৈতৃক আদি নিবাস ফেনীতে। আর তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি বগুড়ায়। খালেদা জিয়ার জন্ম, শৈশব ও পড়াশোনা দিনাজপুর শহরে হলেও এর আগে তিনি কখনো এখান থেকে প্রার্থী হননি। এবারই বগুড়া ও ফেনীর পাশাপাশি দিনাজপুর-৩ আসনে প্রার্থী হচ্ছেন। আরপিও অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন। এর আগে বিভিন্ন সময়ে খালেদা জিয়া পাঁচটি আসনেও নির্বাচন করেছেন; কখনো হারেননি।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সালের নির্বাচনে বগুড়া-৭, ঢাকা-৭, ঢাকা-৯ , ফেনী-১ ও চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন। ১৯৯৬ সালের নির্বাচনে বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১ থেকে নির্বাচন করে জয়লাভ করেন। ২০০১ সালের নির্বাচনে বগুড়া-৬, বগুড়া-৭, খুলনা-২, লক্ষ্মীপুর-২ ও ফেনী-১ থেকে নির্বাচন করে জয় পান। ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই বছর বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ থেকে নির্বাচন করে জয়লাভ করেন। বিজয়ী হলে বিভিন্ন সময়ে কয়েকটি আসন ছেড়ে দিয়েছিলেন তিনি।২০১৪ সালের নির্বাচন বয়কট করে বিএনপি। ২০১৮ সালের নির্বাচনে খালেদা জিয়া দণ্ডিত হওয়ায় প্রার্থী হতে পারেননি। ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।

দিনাজপুরে উচ্ছ্বাস, বিএনপি’র আনন্দ মিছিল : দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসাবে খালেদা জিয়ার নাম ঘোষণার পর সোমবার সন্ধ্যায় দল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে দিনাজপুর শহরের জেল রোডস্থ জেলা বিএনপি’র কার্যালয়। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।একপর্যায়ে বিএনপির দিনাজপুর জেলা কার্যালয় থেকে জেলা, পৌর ও কোতোয়ালি বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপি নেতা সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Top