বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,কাগজের জুলাই সনদে আমরা বিশ্বাসী নই। বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই সনদে স্বাক্ষর করব।এটি বাস্তবায়নে সাংবিধানিক আদেশের কথা প্রধান উপদেষ্টাকে বলেছি।এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর সনদে সইয়ের বিষয়টি নির্ভর করছে। এসব দাবি বাস্তবায়নে যাতে সরকার যৌক্তিকভাবে এগিয়ে আসে সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।সরকারপ্রধান হিসাবে ড. মুহাম্মদ ইউনূস এটি জারি করবেন। কোনোভাবেই তা রাষ্ট্রপতি দিতে পারবে না।বুধবার বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন,মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।নাহিদ ইসলাম বলেন,সনদে নোট অব ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। পুরো সনদই গনভোটে যাবে। এরপর পরবর্তী সংসদ নতুন সংবিধান তৈরি করবে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া ও বর্তমান আচরণ নিরপেক্ষ নয়। প্রতিষ্ঠানটি সাংবিধানিকভাবে কাজ করছে না। তারা কোনো দলের পক্ষে কাজ করছে, আবার কোনো দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। এ কমিশন পুনর্গঠন করা প্রয়োজন। বিগত দিনে কিভাবে তাদের পক্ষপাতযুক্ত আচরণ ফুটে উঠেছে তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।নাহিদ ইসলাম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ আদালতের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। ন্যায়বিচারের একটি ধাপ আমরা আগাচ্ছি। কিন্তু এর পাশাপাশি সারা দেশে জুলাই শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে যেসব মামলা হয়েছে, সেগুলোর ব্যাপারে সরকারের কি পদক্ষেপ এবং বিচারের একটা রোডম্যাপ আমরা চেয়েছি। কারণ জামিনে আসামিরা ছাড়া পাচ্ছে।তিনি বলেন, ‘জনপ্রশাসন বিষয়ে কিছু কথা এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসাবে যারা পরিচিত, তারা নিজেদের মধ্যে এসপি, ডিসি-এগুলো ভাগবাটোয়ারা করছেন। উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও এসব বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে। এসব চললে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।

Top