নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া অস্পষ্ট ও বিভ্রান্তিকর - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া অস্পষ্ট ও বিভ্রান্তিকর


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া অস্পষ্ট ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।রোববার (১৯ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর পিআর দাবির আন্দোলনকে ‘প্রতারণামূলক’ ও ‘রাজনৈতিক কৌশল’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, তা আমাদের বোধগম্য নয়। জাতি তার কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য আশা করে না।অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে উপস্থাপন করেছে। কাজেই জনাব নাহিদ ইসলামের বক্তব্যের কোনো যৌক্তিক ভিত্তি নেইতিনি বলেন, আমি জনাব নাহিদ ইসলামকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

Top