কিছু লোক বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে, ছবি টাঙিয়ে রাজনীতির দোকান খুলে বসেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কিছু লোক বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে, ছবি টাঙিয়ে রাজনীতির দোকান খুলে বসেছে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড ছিল জিয়া আর ২১ আগস্টের মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান।বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁতী লীগ আয়োজিত ১৫ আগস্টের শোক স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন,কিছু লোক বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে, ছবি টাঙিয়ে রাজনীতির দোকান খুলে বসেছে।শেখ হাসিনার ছবি ও সজিব ওয়াজেদ জয়ের ছবি টাঙিয়ে ব্যবসা করছে। এগুলো করা যাবে না।নেতা কর্মীদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, রাজনীতি যেন কারও পেশা না হয়। রাজনীতি পেশা নয়। এটা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের আদর্শ না। শেখ হাসিনার পরিবার থেকে শিক্ষা নিয়ে কিছু সৃষ্টিশীল কাজ করুন। দেশের উন্নয়নে কিছু অবদান রাখুন। বেকার বসে থাকবেন না। বেকার থেকে রাজনীতি করলে মানুষ ভাববে রাজনীতির মাধ্যমে চাঁদাবাজি করে।

তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকারীরা বহুবার বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেষ্টা করেছে। জিয়াউর রহমান ছিল ১৫ আগস্টে হত্যার মাস্টার মাইন্ড। তারেক রহমান ২১ আগস্টের মাস্টার মাইন্ড। জনতার আদালতে এদের বিচার হবে।মন্ত্রী বলেন, বিএনপি দুর্নীতির জন্য গড়ে তুলেছিল হাওয়া ভবন। বঙ্গবন্ধু পরিবার থেকে শিক্ষা নাও। জয় সফরওয়্যার ইঞ্জিনিয়ার, পুতুল অটিজম নিয়ে কাজ করে, ববি চাকরি করে। ইনাদের থেকে শিখতে হবে। কিভাবে নিজের কর্মসংস্থান করে তারপর মানুষের সেবায় রাজনীতি করতে হয়।

তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তাঁতি লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সুদীপ চন্দ্র হালদার প্রমুখ।

Top