পুলিশে বড় রদবদল - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশে বড় রদবদল


প্রতিবেদক,আলোকিত বার্তা:পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি,ডিআইজি,অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৫২ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন।রয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সুবিধাবাদি পুলিশ কর্মকর্তাদেরও বর্তমান অন্তবর্তী কালিন সরকারের এ সময়ে নতুন করে পদায়ন করা হয়েছে।সোমবার একাধিক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

সূত্র জানায়, ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি করা হয়েছে। এর মধ্যে চলতি দায়িত্বে থাকা এসবির অতিরিক্ত আইজি মো. গোলাম রসুলকে এসবির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) মো. জিল্লুর রহমানকে ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। একই পদে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএমপি) হিসেবে, সারদা পুলিশ একাডেমি ডিআইজি ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে, একই পদে থাকা মো. মাহবুবুর রহমান ভূইয়াকে খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. আবুল খায়ের ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, রেলওয়ে পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে এসএমপি(সিলেট) কমিশনার হিসেবে, এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে বর্তমানে ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী হিসেবে বদলির আদেশ বাতিল, এসবির ডিআইজি শামীমা বেগমকে সারদা পুলিশ একাডেমির ডিআইজি হিসেবে, পিবিআইয়ের ডিআইজি মো. সায়েদুর রহমান কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আবুল কালাম আজাদকে পিবিআই ঢাকায় ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বদলি করা কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমকে সিআইডিতে, সিলেট আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, খুলনা (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদারকে রাজশাহী রেঞ্জে, ঢাকার রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. হাতেম আলীকে খুলনা (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে, পুলিশের বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আশিকুর রহমানকে রাজশাহী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। এছাড়া, পুলিশ সদর দপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আবদুল আজিজকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, সিএমপির উপপুলিশ কমিশনার জান্নাত আফরোজকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে, জাতীয় সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস (পুলিশ সুপার) মো. দেলোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে।

Top