জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে


নুর নবী জনী: নির্বাচন কমিশন (ইসি) আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে। এ বছরের ডিসেম্বরে তফসিল এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটগ্রহণের লক্ষ্য রেখে রোডম্যাপ ঘোষণা করা হবে।
এছাড়া আগামী সেপ্টেম্বরে সুশীল সমাজ, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করবে। জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের খসড়ার ওপর জমা হওয়া আবেদনের শুনানি এ মাসেই শুরু করতে চায় কমিশন। নির্বাচনের অন্যসব কাজের মধ্যে কোনটি কখন হবে-সেসব রোডম্যাপে উল্লেখ করা হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
রোডম্যাপ ঘোষণার কথা জানিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি-আগামী সপ্তাহে রোডম্যাপ ঘোষণা দিতে পারব। এতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে সংলাপ ও আইনবিধির সংশোধনের সম্পর্কিত বিষয়সহ সব (নির্বাচনের প্রস্তুতির ও তার সময়সীমার) তথ্য থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনি আইনের সংস্কার, ভোটের সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, নির্বাচন ও ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাসহ তফশিলের আগে-পরে প্রস্তুতির নির্বাচনি কাজের সময়ভিত্তিক বাস্তবায়নসূচি থাকবে।

এসব কার্যক্রম শেষ করার সম্ভাব্য সময়সীমা উল্লেখ করা হবে। জানা গেছে, খসড়া রোডম্যাপ নিয়ে বুধবার বৈঠক করেন কর্মকর্তারা। এটি নিয়ে আরও কাজ চলছে। এতে তফশিল ঘোষণার আগে যেসব প্রস্তুতি নিয়ে রাখা দরকার, সেগুলো নভেম্বরের মধ্যে শেষ করার সময়সীমা উল্লেখ করা হচ্ছে।নবম সংসদ নির্বাচনের আগে ২০০৭-২০০৮ সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দেয় তৎকালীন কমিশন। বর্তমান ইসিও সেই ধারাবাহিকতা বজায় রাখছে।

Top