নেতাকর্মীর ঢল নয়াপল্টনে
আলোকিত বার্তা:বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিতে এরই মধ্যে হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হয়েছেন। বন্ধ হয়ে গেছে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল। এছাড়া নয়াপল্টনের আশপাশের গলিতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবাই র্যালিতে অংশ নিতে দুপুর ১২টার পর থেকে এসব স্থানে অবস্থান নেয়।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে মুখরিত করে তুলেছে পুরো এলাকা।দুপুর ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়াপল্টন বসতে থাকেন নেতাকর্মীরা।আড়াইটা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিএনপি অফিসের সামনের ভিআইপি সড়ক। ট্রাক দিয়ে বানানো মঞ্চ থেকে আগত মিছিলকে অভিনন্দন জানানো হচ্ছে। সবার হাতে খালেদা জিয়ার মুক্তি চাই লেখা ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে।
অস্থায়ী ট্রাক মঞ্চ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয়ে র্যালিটি নাইটিংগেল, কাকরাইল,শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা।