ঐকমত্য কমিশনের অবস্থান নিয়ে এনসিপির প্রশ্ন - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঐকমত্য কমিশনের অবস্থান নিয়ে এনসিপির প্রশ্ন


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের অবস্থান বদলে যাচ্ছে বলে মনে করে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির নেতারা বলছেন, কমিশনের সাম্প্রতিক বক্তব্য এবং তাদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের গতি প্রবাহে ভিন্নতা দেখা যাচ্ছে। আগে কমিশন সংস্কারের ক্ষেত্রে একটি সুস্পষ্ট ধারণা উপস্থাপন করলেও বর্তমানে তারা সেই অবস্থান থেকে অনেকটাই সরে আসছে। এদিকে নৈতিকস্খলনের অভিযোগে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বিরতিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের বলেন, জাতীয় ঐকমত্য কমিশন কোন পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডাকছে, তা সুস্পষ্ট করতে হবে। কারণ জুলাই গণ-অভ্যুত্থান শুধু কোনো দলের চেষ্টায় হয়নি। এখানে সব পেশাজীবী এবং জনতার অংশগ্রহণ ছিল, যাদের আসলে কোনো (এখানে) প্রতিনিধি নেই।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন দলকে কোনো একটি বড় দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা, সেটা নিয়ে তার দলের মধ্যে সন্দেহ রয়েছে। কারণ শুধু একটি দলের বক্তব্যের প্রতি এসব দলের হ্যাঁ অথবা না বোধক সমর্থন থাকে। যখনই বিপরীত কোনো মন্তব্য আসে, তখন সেখানে হট্টগোলের চেষ্টা করা হয়। তিনি বলেন, ঐকমত্য কমিশন যাদের আহ্বান করেছে, তারা দেশের শতভাগ মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারছে না। যদি এসব রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা নিয়ে আসতে পারত, তাহলে গণ-অভ্যুত্থানের আগে ৫৪ দল মিলে যে আন্দোলন করেছিল, সেটা ফলপ্রসূ হতো।এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ঐকমত্য কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সুনির্দিষ্ট ৬টি পদ্ধতির কথা উল্লেখ করেছিল। এগুলো হলো নির্বচনের আগে অধ্যাদেশ জারি, গণভোট, গণপরিষদ, নির্বাচনের সময় গণভোট, গণপরিষদ ও আইন সভা হিসাবে নির্বাচিত সদস্য অথবা নির্বাচনের পর সংসদের সাংবিধানিক সংস্কার। কিন্তু প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠকের পর ঐকমত্য কমিশন এখন সংস্কারের জন্য সংসদের দিকে ইঙ্গিত করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, সংসদের মাধ্যমে সংস্কার বিএনপির এই ধারণা গ্রহণের মধ্য দিয়ে কমিশন মূলত পুরো সংস্কারের চেতনাকে ভূলুণ্ঠিত করার পথে পা বাড়িয়েছে। কারণ সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সংসদের পদ্ধতি এলে গণভোট এবং গণপরিষদ এইসব পদ্ধতির সব পুরোপুরি খারিজ করে দেয়।দলের নেতারা বলছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে তিন ধরনের অংশীজন ছিল। সব রাজনৈতিক দল মিলে একটি স্টেকহোল্ডার, জনতা আরেকটি স্টেকহোল্ডার এবং সব শিক্ষার্থী মিলে আরেকটি স্টেকহোল্ডার। কিন্তু কমিশনের সাম্প্রতিক আলোচনায় শুধু রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে।এদিকে নৈতিকস্খলনের অভিযোগে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নৈতিকস্খলনের অভিযোগের বিষয়ে আগামী ৫ দিনের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রম থেকে তিনি বিরত থাকবেন।

Top