গভীর রাতে তাদের সঙ্গে যোগ দেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে তাদের সঙ্গে যোগ দেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও


মু . এ বি সিদ্দীক ভুঁইয়া :আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির নেতাকর্মীদের অবস্থান নেওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে তাদের সঙ্গে যোগ দেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও।ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্রশিবির।জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সাথে তারা সংহতি প্রকাশ করে এই অবস্থান নিয়েছে।শুক্রবার (৯ মে) দিবাগত রাত ৪টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ যমুনার সামনে এসে ছাত্র-জনতার সাথে সংহতি জানিয়েছেন।এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছিল ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

Top