ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার


মোহাম্মাদ মুরাদ হোসেন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উত্তর-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজকে হেফাজতে নিয়েছি। আমরা এখনো তার বাসায় আছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার পরিকল্পনার অভিযোগে মামলা আছে। দেশের অন্যান্য জায়গায়ও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে।

Top