বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবার এলো ঈদ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবার এলো ঈদ


আলোকিত বার্তা :ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ’। ঈদ মোবারক।বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবার এলো ঈদ। টানা এক মাস ধরে সিয়াম সাধনার পর বইছে ঈদের সুবাতাস। এটি মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ইতিমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা বার্তা বিনিময় শুরু করেছেন। কেউবা ফোনে বার্তা পাঠিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।

মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখুরি ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়।

মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া তিনি বলেন, ঈদ একটি ইবাদত ও আনন্দের উপলক্ষ। এই দিনে আমাদের আনন্দ যেনো কোনোভাবেই শরীয়াহ সীমা লঙ্ঘন না করে সেইদিকে খেয়াল রাখার আহ্বান করবো। জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আপনার স্বজনকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। এবং সবরের জন্য আপনারাও মর্যাদাবান হবেন। আহত সকল যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি।

দেশের ক্রান্তিকালে প্রধান উপদেষ্টা মহোদয়সহ উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দকে আপনাদের ভূমিকা জাতি সম্মানের সাথে স্মরণ করছে এবং করবে ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে আগামীর বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ নির্মাণ করবোই ইনশাআল্লাহ।ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন।সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আলোকিত বার্তা : প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া

Top