ফায়ার সার্ভিসে আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে বসে সক্রিয় থেকে চালিয়ে যাচ্ছে বদলি বাণিজ্য - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিসে আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে বসে সক্রিয় থেকে চালিয়ে যাচ্ছে বদলি বাণিজ্য


এবি সিদ্দীক ভূইঁয়া:ফায়ার সার্ভিসে আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে বসে সক্রিয় থেকে চালিয়ে যাচ্ছে বদলি বাণিজ্য।ছাত্র জনতার মহান উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখনো হেড অফিসে সক্রিয় রয়েছেন।তার মধ্যে অন‍‍্যতম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা।সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)মোঃ আব্দুল আলীম। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।বর্তমানেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব,ফায়ারের মহাপরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়া সত্ত্বেও যদি হেড অফিস থেকে বদলি না করা হয়। ফায়ার সার্ভিসে আওয়ামী লীগের প্রেতাত্মা এখনো সক্রিয়।নতুন মহাপরিচালক কে বেকায়দায় ফেলতে নানা পরিকল্পনা কারী হিসেবে একটা নামই ঘুরেফিরে সামনে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা।সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)মোঃ আব্দুল আলীমের নাম ।দুর্নীতি যেন লাগামহীন ঘোড়া। যা থামানো সাধ্য নেই কারো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতাই তার প্রমাণ। বদলি বাণিজ্য ও ঘুষ গ্রহণ সীমাহীন দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েও বহাল তবিয়তে চেয়ার আকড়ে রেখেছেন তিনি। তাকে বাঁচাতে তৎপর ফায়ার সার্ভিস অধিদপ্তরের কর্মকর্তাদের একটি শক্তিশালী সিন্ডিকেট। বর্তমান ডিজি সৎ সেনা অফিসার।তার সততাকে ব‍্যবহার করে সীমাহীন বদলি বাণিজ্য ও দুর্নীতি অনিয়ম করে চলছে আব্দুল আলীম। সকলের সামনে প্রকাশিত হলেও বর্তমান ডিজির সামনে যখন যায় তখনই সাধুর বেশ ধারণকরেন।ফায়ার সার্ভিস অধিদপ্তরের কর্মকর্তাদের একটি শক্তিশালী সিন্ডিকেট বদলি বাণিজ্যের সাথে জড়িত তাই তারা আব্দুল আলীমে বিষয়ে ডিজির দৃষ্টি আড়াল করে রাখেন।তাই এ বিষয়ে টনক নড়ছে না কর্তৃপক্ষের।তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রচার করা হলেও অদৃশ্য শক্তির বলে বহাল তবিয়তে রয়েছেন এই আব্দুল আলীম। এসব অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা মো:আব্দুল আলীম এর বিরুদ্ধে কোন তদন্ত কমিটিও গঠন করা হয়নি।

সূত্র জানায়, সহকারী -পরিচালক মো:আব্দুল আলীম এর বিরুদ্ধে বদলি বাণিজ্য নিয়ে তার চাকরি জীবনে দুর্নীতি ও অনিয়মের অসংখ্য অভিযোগ নিয়ে একাধিক জাতীয় সংবাদমাধ্যমের সংবাদ প্রচার করা হয়েছে। এসব সংবাদে তার দুর্নীতি ও অনিয়মের ভয়ংকর চিত্র ফুটে উঠলেও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহণ করেনি বলে জানা গেছে। এমনকি সামান্য তদন্ত কমিটি গঠনের প্রয়োজনীয়তা মনে করেনি তারা।

আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা পাওয়া ঢাকায় হেড অফিসে কর্মরত এই কর্মকর্তা বদলি বাণিজ্য করে শতকোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন।বার বার দুদকের মুখা -মুখি করা হলেও আওয়ামী লীগের প্রিয় ব‍্যক্তি হওয়ার সুবাদে অদৃশ্য ইশারায় পার পেয়ে যায় বার বার।নিজের অবৈধ সম্পদ রক্ষা ও হেড অফিসে থাকার জন‍‍্য এবং অন্য কোন সরকার ক্ষমতায় আসলে দুদকের মুখোমুখি হওয়ার ভয়ে।ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।অঢেল অর্থ সম্পদের মালিক হিসেবে নিজ এলাকায় ব্যাপক পরিচিতি হয়ে উঠেছেন।অথচ জাদুর কাঠি হাতে পাওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা।সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)মোঃ আব্দুল আলীমের বাবা ছিলেন দিনমজুর।বিভাগীয় তদন্ত ও দুদক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে তার দূর্নীতির লাগাম টেনে ধরা যেত।এদিকে শতকোটি টাকার সম্পদের পাহাড়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রায় শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন(দুদক) কে দিতে হবে বলেন জানান সচেতন মহল। তাহলেই তার বদলি বাণিজ্য অবৈধ সম্পদসহ সকল অপরাধে বিষয়ে মুখোমুখি হবে।

বাবা ছিলেন দিনমজুর। এই চাকরি করে শত কোটি টাকার মালিক কীভাবে হলেন। যা বর্তমানে যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা।সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)মোঃ আব্দুল আলীমের মতামত নেয়ার জন্য তার মুটোফোনে কল,খুদে বার্তা দিয়েও তার মতামত পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা একজন কর্মকর্তা কীভাবে এতো সম্পদের মালিক হয়েছেন, সেটাই আমাদের অনুসন্ধানের লক্ষ্য। আব্দুল আলীমের বাবা ছিল সামান্য দিনমজুর। তার শ্বশুর ও ছিল সামান্য দিনমজুর।সরকারি ছোট পর্যায়ের চাকরি করে কীভাবে এতো সম্পদের মালিক হয়েছেন।

রানা প্লাজার ঘটনার পর সরকারি কিছু নিয়ম গার্মেন্টস প্রতিষ্ঠানকে বেঁধে দেওয়ার পর থেকে আব্দুল আলীম এই সুযোগকে কাজে লাগিয়ে মূলত অল্প সময়ের ব্যবধানে প্রচুর সম্পদের পাহাড় গড়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে।সব শিল্পপ্রতিষ্ঠানে ফায়ার ফাইটিং লাইসেন্স দেওয়া ও নবায়ন এবং ফায়ার ফাইটিংয়ের সব ইকুইপমেন্ট নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নিতে বাধ্য করানো তার অসৎ উপার্জনের প্রধান মাধ্যম হিসেবে তিনি ব্যবহার করেছেন।তবে আব্দুল আলীম নিজের নামে সম্পত্তি কম ক্রয় করেন বলে অভিযোগে বলা হয়েছে। তিনি প্রায় সব সম্পত্তি বউ, শালা, ভাইয়ের মেয়েসহ নিকট আত্মীয় স্বজনের নামে সম্পত্তি ক্রয় করেছেন।

ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তাদের হতাশা প্রকাশ করে সংবাদমাধ্যমকে জানান,আব্দুল আলীম দুর্নীতি অনিয়ম এমন চিত্র প্রকাশ হওয়া ফায়ার সার্ভিস এর মত একটি গৌরব উজ্জ্বল বাহিনী কলঙ্কিত হওয়ার শামিল। তার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় কারন তিনি আওয়ামী লীগের প্রিয় ব‍্যক্তি হওয়া সুবাদে পার পেয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা।সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)মোঃ আব্দুল আলীমকে ফোন কিংবা মেসেজে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো জবাব পাওয়া যায়নি।

বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বলেন,ছাত্র জনতার উপর হামলা মামলায় লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করার অভিযোগ থাকা সত্ত্বেও কি করে এখনো হেড অফিসে রয়েছে। তাকে হেড অফিস থেকে সরিয়ে অন্যত্র বদলি করে আইনের আওতায় এনে বিচারের ব‍্যবস্থা করতে হবে।ক্ষোভ প্রকাশ করে আরও বলেন,তা না হলে আমরা ছাত্র জনতা ফায়ার সার্ভিস সংষ্কার আন্দোলনের ডাক দিতে বাধ‍্য হব।

তার এলাকার এক ব‍্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, আওয়ামী লীগের প্রিয় ব্যক্তি ছিলেন তার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ সেটা সত্য। আওয়ামী লীগের তথ্য সন্ত্রাস সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন প্রোপাগান্ডা ছরিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। এদের মূল উদ্দেশ্যই হলো ছাত্র জনতার মহান উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করা ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালক,(ব্রিগেডিয়ার জেনারেল )জানান, অভিযোগ পত্র এখনো পাইনি।হাতে পেলে তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে আইনের আওতায় এনে বিচারের ব‍্যবস্থা করা হবে।

Top