ইসলাম বিজয়ী হোক এটা এখন এদেশের গণমানুষের জাতীয় দাবিতে পরিণত হচ্ছে
মোহাম্মাদ মুরাদ হোসেন:ঐতিহাসক চরমোনাই দরবার শরিফের ফাল্গুনের বার্ষিক মাহফিলের তৃতীয় দিনের বয়ানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই বলেছেন, দেশের মানুষ স্বৈরাচার পতনের পর থেকে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ইসলাম বিজয়ী হোক এটা এখন এদেশের গণমানুষের জাতীয় দাবিতে পরিণত হচ্ছে। অপরদিকে ইসলামের গণজোয়ার ঠেকাতে একদল স্বার্থান্বেষী মহল ইসলাম সম্পর্কে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, রাষ্ট্রে ইসলাম বিজয়ী হলে সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।গতকাল শুক্রবার ঐতিহাসিক চরমোনাইর বাৎসরিক মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পীর ছাহেব চরমোনাই।তিনি আরো বলেন, বস্তুবাদী রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী তৈরীর কারখানায় পরিণত হয়েছে। কিন্তু দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে আদর্শিক জনশক্তি উৎপাদনে নিরলস কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমাদের সেøাগান হচ্ছে, ‘সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন’। তাই সাহাবাদের চরিত্রে মানব জীবন গঠন করার লক্ষ্য ও উদ্দেশ্য থেকে কখনোই দূরে সরা যাবে না। বরং যেভাবে স্বৈরাচার পতনে ছাত্র সমাজ কাজ করেছে, সেভাবেই দেশ গড়ার জন্যও ছাত্র সমাজকে প্রস্তুতি নিতে হবে।
ছাত্র গণজমায়েতের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, অন্যান্য সংগঠনে নেতৃত্ব প্রদানের পূর্বের যোগ্যতা হিসেবে দেখা হয় কে কত সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত, কে কেন্দ্র দখল করতে পারবে, চাঁদাবাজি ও মাদকের সাম্রাজ্য গঠন করতে পারবে। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্ব প্রদানের পূর্বে যাচাই করা হয় জ্ঞান এবং সৎকর্ম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সব সময় আদর্শিক নৈতিক শিক্ষা সিলেবাস প্রণয়নে সচেতন ভূমিকা ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এর সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার সাকি, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরী মুনাজাতের মাধ্যমে তিনদিনের মাহফিলের কার্যক্রম সমাপ্তি ঘটছে।