২ পুলিশ কর্মকর্তার বদলি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিসহ
আলোকিত বার্তা:বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার দুই জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে(চলতি দায়িত্বে)পদোন্নতি প্রদান পূর্বক বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন- বিশেষ শাখা(এসবি)এর উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও একই ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেন।একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে জনস্বার্থে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক(চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।