১৫ কর্মকর্তা স্থায়ী হলেন প্রশাসন ক্যাডারের
আলোকিত বার্তা:বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫ জন কর্মকর্তার চাকরি স্থায়ী হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮০’ এবং ‘বাংলাদেশ সিভিল সার্ভিস(প্রশাসন)গঠন ও ক্যাডার বিধিমালা,১৯৮০’ অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
চাকরি স্থায়ী হওয়া কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।