সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে


আলোকিত বার্তা:চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।রবিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মেয়র ঢাকা ত্যাগ করেন।ডিএসসিসি সূত্র জানায়,শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর যাচ্ছেন মেয়র। সোমবার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা না দিলে পর দিনই মেয়রের দেশে ফেরার কথা রয়েছে।

তবে দেশের বাইরে থাকলেও ডেঙ্গু বা এর লার্ভা নিধন কার্যক্রম মনিটরিং করবেন মেয়র।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আঘাত পান সাঈদ খোকন। সেজন্য মাঝে-মধ্যেই চিকিৎসকের পরামর্শ নিতে হয় মেয়র সাঈদ খোকনকে।

Top