নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার


মোহাম্মাদ নাসির উদ্দিন:সাবেক সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।বুধবার(২৫ সেপ্টেম্বর)ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল।বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি বলেন,গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Top