গত ১৫ বছর বঞ্চিত আড়াই হাজার কর্মকর্তার সুযোগ-সুবিধা ফেরত পেতে আবেদন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গত ১৫ বছর বঞ্চিত আড়াই হাজার কর্মকর্তার সুযোগ-সুবিধা ফেরত পেতে আবেদন


মোহাম্মাদ মুরাদ হোসেন: আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতিবঞ্চিত আড়াই হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের সুযোগ-সুবিধা ফিরে পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন।সোমবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক বিফ্রিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।জনপ্রশাসন সচিব বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত এই কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন।এই সরকার মাত্র ১৩ দিনে তিনটি পদে পদোন্নতি দিয়েছে। কিন্তু ১৬ বছরে তারা কোনো পদোন্নতি পাননি,’ বলেন তিনি।মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব বলেন, বঞ্চিত এবং নিপীড়িত কর্মকর্তাদের ব্যাপারে সরকার একটি কমিটি করেছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

কর্মচারীদের পদায়নে বিভিন্ন অ্যাজেন্সির মাধ্যমে রিপোর্ট নেয়া হচ্ছে। রিপোর্ট নেগেটিভ না হলে, যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে বলে তিনি জানিয়েছেন।এছাড়া যাদের সময় কম আছে, তাদের এই সরকারের এক্সটেনশন অনেক পদে দেয়া যেতে পারে।তবে, সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান মো: মোখলেস উর রহমান।
সূত্র : বিবিসি

Top