সাবেক মন্ত্রী এমপিসহ ৬১৮ জনের বিরুদ্ধে মামলা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী এমপিসহ ৬১৮ জনের বিরুদ্ধে মামলা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : সাবেক মন্ত্রী, সংসদ-সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের ৬১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ঢাকার উত্তরা পূর্ব থানায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ১০৯, কুমিল্লায় সাবেক সংসদ-সদস্য আবদুস সবুরসহ ৮২, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাবেক দুই এমপিসহ ১১৮, নোয়াখালীর কোম্পনীগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১২, নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ ৭৪, টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ২৩০ ও ময়মনসিংহের গেৌরীপুরে সাবেক এমপিসহ ৬৩ জন রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর।

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) : ডিএমপির উত্তরা পূর্ব থানায় করা মামলায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুনুর রশীদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানসহ ৩৯ জনের নাম উলে্লখ ও ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

কুমিল্লা উত্তর ও চান্দিনা : নিপা আক্তারের করা মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, সাবেক পেৌর মেয়র নাঈম ইউসুফ সেইন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৫৫ জনের নাম উলে্লখ করে আরও অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া চান্দিনায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ হোসেন বাদী হয়ে চান্দিনা থানায় মামলাটি করেন। এ নিয়ে ওই এমপির বিরুদ্ধে চারটি মামলা হলো।

ব্রাহ্মণবাড়িয়া : সাবেক দুই এমপি, নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১১৮ জনের নামে মামলা হয়েছে। রোববার ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নাসিরনগর) প্রথম আমলী আদালতে মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার উলে্লখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া- (নাসিরনগর) আসনের সাবেক এমপি একে একরামুজ্জামান সুখন, সাবেক এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, কৃষক লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নাজির মিয়া, তার স্ত্রী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রুমা আক্তার প্রমুখ।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদসহ ১২ জনের নাম উলে্লখ করে আদালতে মামলা করা হয়েছে। ওই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে। রোববার নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করা হয়।

নওগাঁ : সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। রোববার নওগাঁর ১ নম্বর আমলি আদালতে মামলাটি করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রেকর্ড করার নির্দেশ দেন।

টাঙ্গাইল : জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪ আগস্ট গুলিতে আহত মো. লাল মিয়া বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রোববার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী লাল মিয়া কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের আবু তালেবের ছেলে।

গেৌরীপুর (ময়মনসিংহ) : গেৌরীপুরে ৪ আগস্ট আন্দোলন প্রতিহত করতে হামলা-ভাঙচুর ও বোমা হামলার অভিযোগে রোববার ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতে মামলা করা হয়েছে। মামলায় উলে্লখযোগ আসামি হলেন∏ ময়মনসিংহ-৩ গেৌরীপুরের সাবেক এমপি নিলুফার আনজুম পপি, গেৌরীপুর পেৌরসভার সাবেক মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা, প্রধানমন্ত্রীর সাবেক অ্যাসাইমেন্ট অফিসার ও ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জিত দাস প্রমুখ।

Top