দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচারের দাবি - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচারের দাবি


আলোকিত বার্তা:কারামুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার(৬ আগস্ট) বিকেলে কারামুক্তির পর তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।এ সময় রিজভী বলেন,ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে। পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন। তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

প্রসঙ্গত,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিকেল ৫টায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। একই সময়ে মুক্তি লাভ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,আমীর খসরু মাহমুদ চৌধুরী,স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, ডাক্তার রফিকুল ইসলামসহ নেতারা।

Top