বন্যা ও বৃষ্টির কারণে পণ্যের দাম বেড়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যা ও বৃষ্টির কারণে পণ্যের দাম বেড়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বন্যা ও বৃষ্টির কারণে পণ্যের দাম বেড়েছে। তবে এটা সাময়িক বলে মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।তিনি বলেন, দেশের ১৮ জেলায় এ সময়ে বন্যা হচ্ছে। এছাড়া সারা দেশে বৃষ্টির কারণে ফসলের ক্ষেত তলিয়ে গেছে। বাজারে এর প্রভাব পড়েছে। পণ্যের দাম বেড়েছে। তবে আমি মনে করি এটি সাময়িক।শনিবার (১৩ জুলাই) টিসিবি অডিটোরিয়ামে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষি মন্ত্রণালয় কী করছে, বন্যা পরবর্তী কী ব্যবস্থা ও পদক্ষেপ নিয়েছে, আমরা খোঁজ নিচ্ছি। বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের একটি কমিটি রয়েছে। আমরা খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। দ্রুত পণ্যের দাম নিয়ন্ত্রণে কী করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বৃষ্টি বা বন্যা পরিস্থিতিকে পুঁজি করে কোনো ব্যবসায়ীকে অসাধুভাবে সিন্ডিকেট করতে দেওয়া হবে না। আপনারা জানেন, বর্তমান সরকারের চলতি মেয়াদে গত ছয় মাসে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করতে পারেননি।আহসানুল ইসলাম টিটু বলেন, এখন দ্রব্যমূল্য নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনো সিন্ডিকেটের জন্য নয়। আপনারা দেখেছেন, কাঁচাবাজারে বসে পণ্য বিক্রি করার মতো পরিস্থিতি নেই। সারা দেশের মাঠ-ঘাটে পানি, পণ্যের সরবরাহ ঠিকঠাক মতো হচ্ছে না। তারপরও আমাদের নজরদারি থাকবে। আমরা যেকোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।

Top