জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে


আলোকিত বার্তা:আগামী দিনে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারলেই জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করে।সোমবার (১৯ আগস্ট) বনানীতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সাত্তার পোদ্দার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জাতীয় পার্টিতে যোগ দিলে তিনি একথা বলেনএ সময় তারা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

কাদের বলেন,বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা বিরাজ করছে। জনসাধারণের দাবি ও ভাষা বোঝে এমন একটি রাজনৈতিক শক্তি খুঁজছে সাধারণ মানুষ।ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করে।এ সময় তৃণমূলে দলকে আরো শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন,জাতীয় পার্টি সবসময় নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে বিরোধী দলের ভূমিকা রেখেছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুসহ আরো অনেকে।এ ছাড়া কুমিল্লা স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর মুন্সি, জোনাকী মুন্সি, মিজানুর রহমান, মাস্টার জয়নাল আবেদিন, মো. হোসেন, জসীম উদ্দিন তালুকদার, শাহীন আলম, তুহিন বক্সি, জসীম উদ্দিন খন্দকার প্রমুখ।

Top