বিমানবন্দর থেকে দুটি বাস উত্তরার জসীমউদ্দিন পর্যন্ত চলাচল করবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে দুটি বাস উত্তরার জসীমউদ্দিন পর্যন্ত চলাচল করবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বিদেশফেরত যাত্রীদের সেবা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশন (বিআরটিসি)। প্রাথমিক ভাবে দুটি বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাস স্টেশন পর্যন্ত দুটি বাস চলাচল করবে।বুধবার (২৬ জুন) বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।বাস দুটি বিমানবন্দর টার্মিনাল-২ থেকে বিমানবন্দর গোলচত্বর, উত্তরা জসীমউদ্দিন রোড, বিমানবন্দর রেলস্টেশন, বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে আবার বিমানবন্দর গোলচত্বর ও বিমানবন্দর টার্মিনাল-২ এ পৌঁছাবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, বিমানবন্দর থেকে দুটি বাস উত্তরার জসীমউদ্দিন পর্যন্ত চলাচল করবে। এতে যাত্রীদের পরিবহন ভোগান্তি কমবে।বিআরটিসির কারিগরি দক্ষতায় তৈরি বিশেষ এ বাসে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনে সক্ষম। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বাসে ওঠা ও নামার বিশেষ ব্যবস্থা রয়েছে। গাজীপুরে অবস্থিত সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি বাস দুটি প্রস্তুত করেছে।

Top