জনগণের মৌলিক ও নাগিরক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের মৌলিক ও নাগিরক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিন


ইমন হাওলাদার: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ প্রতিটি গ্রামকে নাগিরক সুবিধার আওতায় আনা হবে প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যকে উন্নয়নের রঙ্গিন ফানুস উল্লেখ করেছেন। তিনি বলেন, জনগণের মৌলিক ও নাগিরক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিন। তাহলেই কেবল দেশের রাজনৈতিক সঙ্কট দূরীভূত হবে। সরকারী সম্পদ লুটপাট ও পাঁচার বন্ধ হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সদ্য ঘোষিত বাজেটকে বেনজির হিসেবে উল্লেখ করে কালো টাকা সাদা করার সুবিধা থাকার সুযোগ থাকবে। অবৈধ সম্পদ আহরণকে বৈধতা দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এ ব্যবস্থার মাধ্যমে বেনজির-আজিজদের আইনের ফাঁক-ফোকর দিয়ে বাঁচিয়ে দেয়ার কৌশল রাখা হয়েছে। নতুন শিক্ষা কারিকুলাম প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, এ কারিকুলামের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সম্প্রতি অভিভাবকদের বক্তব্য, যে সরকার ৫ কোটি শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে পুতুল খেলা খেলছে। অভিভাবকগণ এ কারিকুলাম বাতিলের দাবীর প্রতি আমরা সমর্থণ জানাচ্ছি এবং দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বোধ-বিশ্বাস ও মূল্যবোধকে সামনে রেখে কারিকুলাম তৈরি করতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আসন্ন কুরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের জোর দাবি জানান।

Top