গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কাজ শেষ করার তাগিদ
মু.এবি সিদ্দীক ভুঁইয়া :গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কাজ শেষ করার তাগিদ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়াও কমিটি নির্মাণকাজে সরকারি অর্থ সাশ্রয় করার জন্যও বলেছে।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন প্রকল্প এবং আবাসন পরিদপ্তরের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।এ সময় গণপূর্তের কাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেয় কমিটি।
এছাড়াও সরকারি আবাসন পরিদপ্তরের বাসার সংখ্যা বাড়িয়ে কর্মকর্তা-কর্মচারীদের সরকারি বাসা পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।কমিটির সভাপতি শরীফ আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য এম আবদুল লতিফ, মজিবর রহমান (মজনু) ও আবদুল হাফিজ মলিক।