১৬৯ কোটি ডলার তিন সপ্তাহে রিজার্ভ কমল - Alokitobarta
আজ : শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনুমোদন ছাড়া বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পত্তি অর্জন করতে পারবে না ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত মুদ্রাপাচার বেড়ে যাওয়ায় দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে নিয়ে আসার নির্দেশনা স্থগিত হচ্ছে ৩৯৫ প্রকল্পের ব্যয় আ.লীগ নেতাদের জয়জয়কার উপজেলা নির্বাচনে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, অর্থদণ্ড ১৪ দশমিক ৭৬৯ বিলিয়ন ডলার করতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক এক কোটি ৬৩ লাখ বাংলাদেশির ৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান

১৬৯ কোটি ডলার তিন সপ্তাহে রিজার্ভ কমল


মোহাম্মাদ মুরাদ হোসেন :আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১ হাজার ৯৪৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা ১৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।চলতি মাসের প্রথম সপ্তাহে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল দুই হাজার ১১৫ কোটি ২৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬)।তিন সপ্তাহে রিজার্ভ কমল ১৬৯ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলার।বৃহস্পতিবার (২৮ মার্চ) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকুর) এক দশমিক ৩ বিলিয়ন দেনা পরিশোধ এবং সরকারি আমদানি ব্যয় মেটানোর পর বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোয় বৈদেশিক মুদ্রার সংকটে রিজার্ভে টান পড়ে। আমদানি ব্যয় সামাল দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে রয়েছে আকুর সদস্যভুক্ত দেশ ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের অর্থ পরিশোধ। আকুর বিল পরিশোধের মাধ্যমে একক সময়ে সব চেয়ে বেশি রিজার্ভ কমে বাংলাদেশের।মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিট রিজার্ভের পাশাপাশি বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ কমেছে। এ সময়ে মোট রিজার্ভ কমেছে ১৫২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৮২ কোটি ১৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। মার্চ মাসের শুরুতে যা ছিল ২ হাজার ৬৩৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

Top
%d bloggers like this: